হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ৬০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেক ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

আজ রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকার তারেকূর রহমান (২৪) ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকার জসীম উদ্দিন (২৭)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি ফরিদুল আলম। 

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিসহ আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। 

ফরিদুল আলম বলেন, ২০২১ সালের ২০ নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে কক্সবাজারে র‍্যাব-১৫ এর একটি দল উখিয়ার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে ৬০ হাজার পিচ ইয়াবাসহ দণ্ডিত দুইজনকে আটক করে। 

এ ঘটনায় র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার হারুনুর রশীদ বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগ) দাখিল করেন।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে