হোম > সারা দেশ > কক্সবাজার

রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ইটের আঘাতে প্রাণ গেল একজনের 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৬৫)। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি ওসমান গণি আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ায় চলাচলের রাস্তার কাজ নিয়ে আব্দুস সালামের পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুস শুক্কুরের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি জানান, আজ শনিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে বৃদ্ধ আব্দুস সালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ