হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় ইভ টিজিংকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত এবং আরও দুজন আহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ নুর হোসেন ওরফে সাইফুল (২৩)। তিনি কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ফুটবল মাঠের পাশে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে ইভ টিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ দা-ছুরি নিয়ে হামলা চালায়। এতে সাইফুলসহ আরও দুজন আহত হন। পরে তাঁদের কুতুপালং জিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত হয় মোহাম্মদ জোবায়ের (১৭) ও মোহাম্মদ রফিক (১৬)। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঘটনার পর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) টহল বাড়ানো হয়েছে।

কক্সবাজারে হলো এসএমসির বার্ষিক বিক্রয় সম্মেলন

কক্সবাজারে বিউটি সেলুন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১০ মাস পর সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু, তিন জাহাজে গেলেন ১২০০ পর্যটক

৬ শিশু-কিশোরকে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা, কৌশলে ফিরে এল দুজন

কক্সবাজারে মাদক পাচারের দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে চকরিয়ায় অবরোধ, দীর্ঘ যানজট

বিএনপির ঘাঁটি দখলে মরিয়া জামায়াত

টেকনাফে জেলের জালে ৪ মণ ওজনের ভোল মাছ

উখিয়ায় ৩ লাখ ৬০ হাজার ইয়াবা রেখে পালিয়েছে কারবারিরা

চকরিয়ায় ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ, পুলিশ থেকে ছিনিয়ে নিয়ে ভাতিজাকে মারধর