হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে বিদ্যুতায়িত হয়ে দুই জেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে নদীতে মাছ ধরে ফেরার পথে ব্যাটারিচালিত গাড়ির গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত জেলেরা হলেন শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার (৩২) এবং একই এলাকার মৃত আবুল খাইরের ছেলে মোহাম্মদ ইমন (২৯)। 

স্থানীয়দের বরাতে ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সকালে আবছার ও ইমন স্থানীয় অন্যদের সঙ্গে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে মাছ ধরতে যান। দুপুরে প্রচণ্ড গরমের কারণে মাছ ধরে ফেরার পথে দিনেশপুর এলাকায় জনৈক নুরুল আমিনে টমটমের (ব্যাটারিচালিত ইজিবাইক) গ্যারেজে তারা বিশ্রাম নিতে অবস্থান করেন। একপর্যায়ে জেলে আবছার ও ইমন টমটম গাড়ির ব্যাটারিতে চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 
 
সুকান্ত চক্রবর্তী আরও বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদের লাশ মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে