হোম > সারা দেশ > কক্সবাজার

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার, ১২০ জেলে আটক

কক্সবাজার প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় জব্দ নৌকা। ছবি: আইএসপিআর

কক্সবাজার উপকূলে নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ১২০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১১টি নৌকা, বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। গতকাল শুক্রবার বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ দিয়ে এই অভিযান চালানো হয়। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, নৌকাগুলো তল্লাশি করে ইলিশ শিকারের ৪ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল, ১২০০ মিটার অন্যান্য জালসহ ২ হাজার কেজি মাছ জব্দ করা হয়। জব্দ করা নৌকা, মাছ, জাল ও আটক জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ড মহেশখালী স্টেশনে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা জাল ও মাছের আনুমানিক মূল্য ১২ কোটি ৭১ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে মাছ ধরা বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। ইতিমধ্যে চলমান অভিযানে প্রায় ১৭২ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১