কক্সবাজার: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলা এবং পাঁচটি রোহিঙ্গা শিবিরে লকডাউন আরও ছয় দিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ৬ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। এর আগে গত ২১ থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছিল।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় উখিয়ার ২,৩, ৪,১৫ ও টেকনাফের ২৪ নম্বর ক্যাম্পে আরও ছয় দিনের লকডাউন বাড়ানো হয়েছে। লকডাউনের সময় এসব ক্যাম্পে চিকিৎসা, খাদ্যপণ্যসহ জরুরি সেবা বাদে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৪টি আশ্রয় শিবিরে প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গার বসবাস করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, চলাচলে বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সাধারণের কার্যক্রম বন্ধ থাকবে।