হোম > সারা দেশ > কক্সবাজার

অপহরণের ৮ ঘণ্টা পর মুক্তিপণে ছাড়া পেল দুই শিশু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল দুই শিশু। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়ার গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, পুলিশের তৎপরতায় দুই শিশুকে অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।  
 
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘গতকাল সন্ধ্যার একটু আগে পাশাপাশি বাড়ির দুই বাড়ি থেকে খেলতে বের হয়। একপর্যায়ে তারা সোনার পাড়া-টেকনাফ আন্তসড়কে যায়। এ সময় অটোরিকশা করে ২ থেকে ৩ জন দূর্বৃত্ত এসে অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়। এরমধ্যে একটি শিশুর কাছে মোবাইল ফোন ছিল। ওই মোবাইল থেকে রাত সাড়ে ৮টার দিকে শিশুটির বাবাকে কল করে দূর্বৃত্তরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছিল।’ 

মশিউর রহমান আরও বলেন, ‘দূর্বৃত্তরা মুক্তিপণের টাকা না পেলে অপহৃত দুই শিশুকে মেরে ফেলারও হুমকিও দিয়েছিল। এরপর রাতে পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। সালমানের বয়স কম হওয়ায় রাতেই মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওবায়দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

অপহরণের শিকার একটি শিশুর মামাতো ভাই আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে ৭০ হাজার টাকার বিনিময়ে সালমানকে অপহরণকারীরা ছেড়ে দেয়। তাকে আনতে গেলে কাছাকাছি এলাকায় অপর শিশু ওয়ায়দুল্লাহর কান্নার শব্দ পাওয়া যায়। পরে তাকেও উদ্ধার করা হয়।’

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক