হোম > সারা দেশ > কক্সবাজার

অপহরণের ৮ ঘণ্টা পর মুক্তিপণে ছাড়া পেল দুই শিশু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহরণের ৮ ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল দুই শিশু। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়ার গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, পুলিশের তৎপরতায় দুই শিশুকে অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।  
 
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘গতকাল সন্ধ্যার একটু আগে পাশাপাশি বাড়ির দুই বাড়ি থেকে খেলতে বের হয়। একপর্যায়ে তারা সোনার পাড়া-টেকনাফ আন্তসড়কে যায়। এ সময় অটোরিকশা করে ২ থেকে ৩ জন দূর্বৃত্ত এসে অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়। এরমধ্যে একটি শিশুর কাছে মোবাইল ফোন ছিল। ওই মোবাইল থেকে রাত সাড়ে ৮টার দিকে শিশুটির বাবাকে কল করে দূর্বৃত্তরা ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছিল।’ 

মশিউর রহমান আরও বলেন, ‘দূর্বৃত্তরা মুক্তিপণের টাকা না পেলে অপহৃত দুই শিশুকে মেরে ফেলারও হুমকিও দিয়েছিল। এরপর রাতে পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। সালমানের বয়স কম হওয়ায় রাতেই মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওবায়দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

অপহরণের শিকার একটি শিশুর মামাতো ভাই আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে ৭০ হাজার টাকার বিনিময়ে সালমানকে অপহরণকারীরা ছেড়ে দেয়। তাকে আনতে গেলে কাছাকাছি এলাকায় অপর শিশু ওয়ায়দুল্লাহর কান্নার শব্দ পাওয়া যায়। পরে তাকেও উদ্ধার করা হয়।’

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল