দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। এই আসনে বর্তমান সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
মনোনয়ন না পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যারিকেট দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ৩টি বাস ভাঙচুর করেন।
আজ রোববার বিকেলে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সালাহ উদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ বেশ কয়েকজন নেতা মনোনয়ন চান। দল থেকে সালাহ উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পাওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি বাস দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দেয়।
অন্যদিকে সালাহ উদ্দিন আহমদ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এখন সড়কের যানবাহ চলাচল স্বাভাবিক আছে। বাস ভাঙচুরের ঘটনায় মালিকরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’