হোম > সারা দেশ > কক্সবাজার

ছেঁড়াদ্বীপ থেকে ৭০ বস্তা বিদেশি মদ ও বিয়ার জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ৮৩২ বোতল বিদেশি মদ ও ২ হাজার ৫২ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড। সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ারগুলো জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তারেক আহমেদের নেতৃত্বে ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার কেয়া বনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রংয়ের ৭০টি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে ৮৩২ বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল) এবং ২ হাজার ৫২ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘জব্দকৃত বিদেশি মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১