হোম > সারা দেশ > কক্সবাজার

সমাবেশে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন করব না: শরীফ বাদশা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নির্বাচানী প্রচারে নৌকার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সে সব হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশা। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার কুতুবদিয়ার উত্তর ধুরুং পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনএমের প্রার্থী শরীফ বাদশার শেষ নির্বাচনী পথসভা ছিল। সে পথসভায় নৌকা প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ তুলে আজ শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শরীফ বাদশা। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মহেশখালী কুতুবদিয়ার স্থানীয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামীকাল শনিবারের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব।’ 

উল্লেখ্য, কক্সবাজার-২ কুতুবদিয়া-মহেশখালী আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিক (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী মো. শরিফ বাদশা (নোঙর) ছাড়াও ইসলামী ঐক্যজোটের মাওলানা মো. ইউনুছ (মিনার), এনপিপির মো. মাহাবুব আলম (আম), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাওলানা জিয়াউর রহমান, (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. খায়রুল আমিন (একতারা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৮২২ জন। ভোটকেন্দ্র ১১৮ টি। এর মধ্যে কুতুবদিয়ায় ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৭৫ জন, ভোটকেন্দ্র রয়েছে ৩৭ টি। অন্যদিকে মহেশখালী উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৪৭ জন, ভোটকেন্দ্র রয়েছে ৮১ টি।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১