হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ: আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ছেড়েছেন 

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এ কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তিনটি জাহাজে করে প্রায় আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ছেড়েছেন। এর আগে বৈরী আবহাওয়ার কারণে ভ্রমণে আসা পর্যটকদের বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ রাতের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট’ হামুল’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এ ছাড়া দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সন্ধ্যার পর উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হচ্ছে।

সতর্কতা সংকেত জারি হওয়ার পর টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউ ঘাট থেকে এমবি বারো আউলিয়া, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ নামে তিনটি জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যায়। তিনটি জাহাজে করে আড়াই হাজার পর্যটক সন্ধ্যার আগে টেকনাফ এসে পৌঁছান। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া কক্সবাজার শহর, ইনানী ও অন্যান্য সৈকতেও পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও গোসলে নামতে সতর্ক করা হচ্ছে। টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার করার পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি