হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ: আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ছেড়েছেন 

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। এ কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় তিনটি জাহাজে করে প্রায় আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ছেড়েছেন। এর আগে বৈরী আবহাওয়ার কারণে ভ্রমণে আসা পর্যটকদের বিকেলের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশনা দিয়ে মাইকিং করা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। আজ রাতের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট’ হামুল’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানায় আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এ ছাড়া দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সন্ধ্যার পর উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও হচ্ছে।

সতর্কতা সংকেত জারি হওয়ার পর টেকনাফের দমদমিয়া বিআইডব্লিউ ঘাট থেকে এমবি বারো আউলিয়া, কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারী ক্রুজ নামে তিনটি জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যায়। তিনটি জাহাজে করে আড়াই হাজার পর্যটক সন্ধ্যার আগে টেকনাফ এসে পৌঁছান। 

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া কক্সবাজার শহর, ইনানী ও অন্যান্য সৈকতেও পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও গোসলে নামতে সতর্ক করা হচ্ছে। টুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সতর্কতার করার পাশাপাশি গভীর পানিতে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা