হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় দুষ্কৃতকারীদের গুলিতে ২ মাঝির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে দুষ্কৃতকারীদের গুলিতে ২ মাঝি (নেতা) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন জামতলি ১৫ নম্বর শিবিরের সি/ ১ ব্লকের হেড মাঝি আবু তালেব (৪০) ও সি/ ৯ ব্লকের সাব মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

মৃতদের স্বজনেরা অভিযোগ করে জানান, কয়েকজন সশস্ত্র আরসা সন্ত্রাসী তাঁদের ঘর থেকে আবু তালেব ও সৈয়দ হোসেনকে তুলে নিয়ে যান। এরপর গুলি করে পালিয়ে যান।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গুলিতে ব্লক মাঝি ও সাব মাঝি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাঁদের উদ্ধার করে জামতলী ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাব মাঝি সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহতাবস্থায় হেড মাঝি আবু তালেবকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মৃতদের সি/ ৯ ব্লকের দেড় শ ফুট উঁচু একটি পাহাড়ি ঢালুতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এ সময় সৈয়দ হোসেনের গলায় একটি, আবু তালেবের গলায় দুটি ও বুকের পাঁজরে একটি গুলি করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে রোহিঙ্গা শিবিরে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। 

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল