হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে পিকআপচাপায় ইউপি সদস্য নিহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের রামুতে বালুবাহী পিকআপচাপায় রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জুবাইর নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে রামুর কলেজ গেটের পশ্চিমে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জুবাইর রাজারকুল ইউনিয়নের হালদারকুল এলাকার সুলতান আহমদের ছেলে। তিনি রাজনীতি, সমাজসেবার পাশাপাশি ঠিকাদারি কাজেও সক্রিয় ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, চাপা দেওয়া গাড়িটির মালিক জসিম উদ্দিন রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল সোহাগপাড়া এলাকার বাসিন্দা। চালক নাছির একই ইউনিয়নের মণ্ডলপাড়ার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী মোটরসাইকেল আরোহী জুবাইরকে পেছন দিক থেকে আসা বালুবাহী পিকআপ চাপা দেয়। এতে জুবাইরের মাথা ও শরীরের অধিকাংশ অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। এ সময় পথচারীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

নিহতের স্বজনেরা বলেন, দুর্ঘটনাটি রহস্যজনক। তাঁকে পরিকল্পিতভাবে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, রামু হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়নাল ও রামু থানার উপপরিদর্শক মো. মঞ্জু। তাঁরা বলেন, দুর্ঘটনার শিকার জুবাইরকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড