কক্সবাজার শহরের একটি কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করেছে র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের টেকপাড়ার মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার শহরের বড়বাজারের এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল হাসান (৩০) এই কারখানার মালিক।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোয়েন্দা সূত্রে র্যাবের কাছে তথ্য ছিল কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে পরিবেশ আইন পরিপন্থী কয়েকটি অবৈধ পলিথিনের কারখানা গড়ে উঠেছে।
এই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে পলিথিনের একটি অবৈধ কারখানার সন্ধান পায়। এ সময় কারখানাটি তল্লাশি চালিয়ে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়।
কারখানার মালিককে ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।