হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় তরুণকে পিটিয়ে হত্যার পর লাশ বিলে ফেলে দেওয়ার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

নিহত মোহাম্মদ আরাফাত। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক তরুণকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের পুটিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আরাফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুটিবুনিয়া এলাকার জালাল আহমদের ছেলে।

নিহতের স্বজনদের বরাতে ওসি আরিফ হোসাইন বলেন, শনিবার মধ্যরাতে মোবাইল চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর লাশ একটি বিলে ফেলে যায়। এ সময় স্থানীয়রা যুবকের মরদেহ একটি ক্লিনিকে রাখার খবর পায় পুলিশ। পরে সেখান থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা পুলিশ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে চুরির অভিযোগে প্রতিপক্ষের মারধরে ওই যুবক মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

ওসি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। আজ রোববার সকালে নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিহতের ভাই জয়নাল আবেদীন জানান, শনিবার দুপুরে স্থানীয় যুবক জাহেদ ও সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন তাঁর ভাই মোহাম্মদ আরাফাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগে এনে কয়েক দফা মারধর করে। রাতে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় পুটিবুনিয়া এলাকার সেনা বাহিনীর ক্যাম্পের পাশে ফেলে যায়। খবর পেয়ে স্বজনেরা আরাফাতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে