হোম > সারা দেশ > কক্সবাজার

বন্ধুদের সঙ্গে ঘুরতে কক্সবাজারে আইনজীবী, হোটেলের মেঝেতে মিলল লাশ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের সমুদ্রসৈকত-সংলগ্ন একটি অভিজাত হোটেল থেকে গাজী এম শওকত হাসান (৫০) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টায় হোটেল সিগালের ৩০৮ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা পুলিশ ও চিকিৎসকেরা নিশ্চিত হতে পারেননি। মৃত গাজী এম শওকত হাসান কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার গাজী মোস্তফার ছেলে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সিটি ব্যাংকের একজন আইন কর্মকর্তা বলে জানা গেছে। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে আপেল মাহমুদ বলেন, ৩০ জানুয়ারি গাজী এম শওকত হাসানসহ কয়েকজন কক্সবাজারে ঘুরতে আসেন। ওই দিন তাঁরা হোটেল সিগালে ওঠেন এবং শওকত হাসান ৩০৮ নম্বর কক্ষে একাই অবস্থান করেন। আজ শুক্রবার সকালে হোটেল কক্ষের দরজা খুলে মেঝেতে শওকত হাসানকে তাঁর বন্ধুরা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা হোটেলটির কর্মচারীদের সহায়তায় তাঁকে (শওকত) কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

অতিরিক্ত ডিআইজি বলেন, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, হোটেল সিগালের কর্মচারীসহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১