হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে তরুণ নিহত, আহত ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে ইমান হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকালে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহত ইমান বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক-এফ/১৪ ব্লকের বাসিন্দা সিরাজ হোসেনের ছেলে। আহত ব্যক্তি একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ নুর (৪৭)। 

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘আজ সকালে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন মারা গেছেন। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।’ 

এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসওর লোকজন গোলাগুলির ঘটনা ঘটিয়েছে বলে দাবি ক্যাম্পের লোকজনের।

ক্যাম্পের বাসিন্দাদের থেকে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ ওয়েস্টের এ/১৪ ও ১৫ ব্লকে আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় গ্রুপ আনুমানিক ২০-২৫টি গুলি ছোড়ে। এ সময় ইমান ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে ক্যাম্প-৯-এর আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমানের মৃত্যু হয়। মোহাম্মদ নুর ওই হাসপাতালে চিকিৎসাধীন।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১