হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণ আহত

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমার সীমান্তের ওপারে নাফ নদীসংলগ্ন লালচরে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামের এক বাংলাদেশি তরুণ আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওপারে মিয়ানমারের লালচরে এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা মো. ইলিয়াসের ছেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, আজ সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীসংলগ্ন লালচর থেকে ফল (আনার ঘোলা) আনতে অবৈধভাবে ঢুকে পড়েন ওমর ফারুক। এ সময় সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তাঁর ডান পা গুরুতর জখম হয়।

নুর আহমদ আনোয়ারী আরও বলেন, বিষয়টি জানতে পেরে ওমর ফারুকের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ওই তরুণ মিয়ানমার অংশে চলে গিয়েছিলেন। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হন তিনি।

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ