কক্সবাজারের টেকনাফে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনে পুড়ে গেছে ৩টি বসত বাড়ি। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার উত্তর রোজারঘোণা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিয়ে বাড়ির আক্দ অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী আব্দু শুক্কুরের ছেলে ছৈয়দ করিম, শাহ আলমের ছেলে আকতার হোসেন ও আমির হোসেনের ছেলে আব্দু শুক্কুরের বাড়ি ৩টি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় মেম্বার বশির আহমদ বিয়ের অনুষ্ঠান থেকে আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই বাড়িগুলো ছন (খড়) দিয়ে তৈরি হওয়াতে ক্ষতির পরিমাণটা বেশি হয়নি।