কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মামুনুর রশীদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়ার পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মামুনুর রশীদ কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার সবুজবাগ এলাকার হারুনুর রশীদের ছেলে। তিনি কক্সবাজার ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, মামুনুর রশীদ এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে টেকনাফে বেড়াতে গিয়েছিলেন। রাতে ফেরার পথে পাটুয়ারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মোটরসাইকেলটি। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মামুনুর রশীদকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য মো. রিপন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, রাত সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।