হোম > সারা দেশ > কক্সবাজার

পর্যটক ধর্ষণ: তিন নম্বর আসামি জয় ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার ইস্রাফিল হুদা জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এর আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তাঁর ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

গত মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া বাসস্ট্যান্ড থেকে ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত এই মামলার প্রধান আসামি আশিকুল ইসলামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের মধ্যে তিনজন এজাহারনামীয় আসামি। এজাহারে থাকা অন্য আসামি মো. বাবুকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত বুধবার (২২ ডিসেম্বর) রাতে কক্সবাজারে বেড়াতে এসে দুই দফায় ধর্ষণের শিকার হন ওই নারী। এ ঘটনায় পরদিন চারজনের নাম উল্লেখ ও তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ওই নারীর স্বামী।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক