হোম > সারা দেশ > কক্সবাজার

বেলজিয়ামের রানিকে কাছে পেয়ে খুশি রোহিঙ্গা নারীরা

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি

‘বেলজিয়ামের রানি আমাদের কথা শুনেছেন, একই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক পরামর্শ দিয়েছেন। আমরা ওনার মতো বড় একজন মানুষের সঙ্গে দেখা ও কথা বলতে পেরে অনেক খুশি। তিনি আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

এসব কথা জানান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের নারী সমশিদা বেগম। 

আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাথিলডে। সকালে ঢাকা থেকে বিশেষ একটি বিমানে তিনি কক্সবাজারে এসে পৌঁছান। 

বিমানবন্দর থেকে রানিকে সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ৩ নম্বর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এখানে তিনি রোহিঙ্গা শিশুদের একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে পাঠ্য কার্যক্রম নিয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি রোহিঙ্গা শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান রানি। 

পরে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি সেন্টারে নারীর ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও লিঙ্গবৈষম্য প্রতিরোধে কাজ করা রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করেন রানি মাথিলডে। মতবিনিময়কালে তিনি রোহিঙ্গা নাগরিকদের পাশে থাকার আশ্বাস দেন। 

৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নারীদের ওমেন মার্কেটও পরিদর্শন করেন রানি, সেখানে ক্যাম্পে কর্মরত বেলজিয়ামের স্বেচ্ছাসেবকদের সঙ্গে দুপুরের খাবার খান তিনি। এ ছাড়া ৪ /এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি পাবলিক হেলথ সেন্টারে মানসিক স্বাস্থ্য নিয়ে আয়োজিত কর্মশালায় অংশ নেন রানি। 

বিকেল ৪টা নাগাদ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে সন্ধ্যা ৬টায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার কথা রানির। 

বেলজিয়ামের রানির সফরসঙ্গী তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, রানির এই সফর রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সহায়ক ভূমিকা রাখবে। 

এ সময় তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্টের পরে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন প্রদেশ থেকে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবির এবং নোয়াখালীর ভাসানচরে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। 

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার