হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম আহত হয়েছেন। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবং তেতুকখালী এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে।

গতকাল সোমবার রাতে নির্বাচনী কর্মকাণ্ড চলাকালীন তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এর আগে গত শুক্রবার রাতে নিজ কার্যালয়ে বসে নির্বাচনী শলাপরামর্শ করার সময় দুর্বৃত্তের হামলায় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য কুদুরত উল্লাহ এবং তাঁর বড় ভাই জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার গুলিবিদ্ধ হন। এ সময় আরও কয়েকজন তাদের সমর্থক আহত হয়েছেন। গুলিবিদ্ধ জহিরুল ইসলাম সিকদার রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুদরত উল্লাহ সিকদার এখনো শঙ্কা মুক্ত নন বলে জানা গেছে।

এ ঘটনার রেশ না কাটতেই আবারও হামলার ঘটনায় বিভিন্ন ইউনিয়নে আতঙ্ক দেখা দিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ