হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে মোবাইল ফোন ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব। এ সময় বিভিন্ন কোম্পানির ১৮টি মোবাইল ফোন ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন, কলাতলী দরিয়ারছড়ি এলাকার মো. মুন্না (২৫), ঝিলংজার চান্দের পাড়ার মো. মাসুদ পারভেজ রানা (২৫) ও কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার মো. শাহ আলম (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতলী এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের চক্রে কয়েকজন নারীও রয়েছে। এই চক্রটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শহরে ছিনতাই করে।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তাদের দলে থাকা নারীদের দিয়ে পর্যটকদের প্রতারণা করে মোবাইল, টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। এ সব মোবাইল তারা বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে।’

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা