হোম > সারা দেশ > কক্সবাজার

র‍্যাবের সঙ্গে গুলিবিনিময়, ৫ লাখ ইয়াবাসহ ১ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ৫ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। 

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার বালুখালী এলাকায় এই ঘটনা ঘটেছে। 

র‍্যাব-১৫ সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

র‍্যাব সূত্রে জানা যায়, আটক সৈয়দ হোসেন রোহিঙ্গা নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর আগেও ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। 

র‍্যাব সূত্রে আরও জানা যায়, গতকাল রোববার রাতে ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র‍্যাব। একপর্যায়ে সীমান্ত এলাকার খাল দিয়ে যাওয়ার সময় একদল মাদক কারবারিদের থামার সংকেত দেয় র‍্যাব। এ সময় মাদক কারবারিরা গুলি চালালে আত্মরক্ষার্থে র‍্যাব গুলি চালায়। প্রায় ২১ রাউন্ড গুলিবিনিময়ের পর একজনকে আটক করে র‍্যাব। পরে ওই এলাকা থেকে বস্তাবর্তী ৫ লাখ ইয়াবাও উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের জন্য রাখা একটি ইজিবাইক তথা টমটম জব্দ করা হয়। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক