হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে সাগরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ভেসে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে শহরের শৈবাল পয়েন্টের সাগরে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আসমাইন (১৩) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার করিমুল হকের ছেলে এবং কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ সুপার জানান, আসমাইন ও তার কয়েকজন বন্ধু মিলে সকালে সাগরে গোসলে নামে। এর মধ্যে সাগরমুখী স্রোতের টানে আসমাইন ভেসে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। ৪ ঘণ্টা পর সমুদ্রসৈকতের সমিতিপাড়া এলাকায় আসমাইনের মরদেহ ভেসে আসে।

নিখোঁজের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার বেলাল হোসেন বলেন, আজ সকালে  সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ছয় বন্ধু সাগরে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ডের কর্মীরা তাদের উদ্ধারে নামেন। দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হলেও আসমাইন ভেসে যায়।

বেলাল হোসেন বলেন, বেলা ১টার দিকে আসমাইনের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে গত চার মাসে সমুদ্রসৈকতে গোসলে নেমে স্থানীয় ও পর্যটকসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। গত সেপ্টেম্বর মাসে তিনজন, আগস্টে দুজন, জুলাই ও জুন মাসে একজন সাগরে ভেসে গিয়ে মারা যায়।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক