হোম > সারা দেশ > কক্সবাজার

অপহরণের ১৫ মাস পর চকরিয়ার কিশোরী চট্টগ্রামে উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

অপহরণের ১৫ মাস পর কক্সবাজারের চকরিয়ার এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। সে সঙ্গে এ ঘটনায় করা মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয় বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান। 

গ্রেপ্তার মোহাম্মদ রাহেন (২২) চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই কিশোরীর মায়ের করা মামলার প্রধান আসামি।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০২২ সালের ১৬ মে বেলা ১টার দিকে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের একটি রাস্তা থেকে অষ্টম শ্রেণিপড়ুয়া ওই ছাত্রী অপহৃত হয়। ওই কিশোরীর মা বাদী হয়ে রাহেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা চকরিয়া থানায় মামলা করেন।

অপহরণের ১৫ মাস পর চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

এসআই কামরুল আজকের পত্রিকাকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের হাজীপাড়ার একটি বাসা থেকে গতকাল রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়। এরপর উদ্ধার করা হয় ওই কিশোরীকে। আজ রোববার সকালে তাঁদের চকরিয়া থানায় নিয়ে আসা হয়।’

গ্রেপ্তার রেহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে জানান।

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা