অসদাচরণ ও সনদ বিধিমালা অমান্য করার দায়ে কক্সবাজারের চকরিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসের ১০ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে। আজ বুধবার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়েছে।
সনদ বাতিল হওয়া লেখকেরা হলেন শওকত উসমান, এম জসীম উদ্দিন, মৌ. জাকের উল্লাহ, মামুনুর রশিদ, মুজিবুল হক, আবদুল হামিদ, ফজলেহ উদ্দিন, বোরহান উদ্দিন, মো. আমিনুর রহমান ও আহমদ আলী।
আদেশে আরও বলা হয়, সনদ বাতিল করা দলিল লেখকদের অফিস এলাকায় প্রবেশাধিকার নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এ ছাড়া সনদ বাতিলকৃত দলিল লেখকদের কাছ থেকে মুসাবিদা (পাণ্ডুলিপি) না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ব্যাপারে চকরিয়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘কক্সবাজার জেলা রেজিস্ট্রারের নির্দেশে চকরিয়া সাব-রেজিস্ট্রার অফিসের ১০ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে।’