হোম > সারা দেশ > কক্সবাজার

২৫০ টাকার জন্য মারামারি, প্রাণ গেল দলিল লেখকের

কক্সবাজার প্রতিনিধি

দিলদারুল আহমদ। ছবি: সংগৃহীত

২৫০ টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দিলদারুল আহমদ ওরফে মুন্সি দিলদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত দিলদারুল আহমদ উপজেলার হোয়াইক্যং  ১ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা মৃত আব্দুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথার মুরগি ব্যবসায়ী আবুল হাসেমের সঙ্গে পাওনা ২৫০ টাকা নিয়ে দিলদারুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল হাসেম দিলদারুল আহমদকে অণ্ডকোষে লাথি মারেন। এতে দিলদারুল আহমদ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম কিলঘুষি ও লাথি মেরে হত্যা করেছেন।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড