হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় ভিমরুলের কামড় খাওয়া শিশুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভিমরুলের কামড়ে আদিবা জান্নাত (৫) নামে এক শিশুর চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সে মারা যায়। হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের তেইল্লাকাটা গ্রামে নিজ বাড়ির পাশে ভিমরুল আক্রমণ করে শিশুটিকে। আদিবা ওই গ্রামের রুহুল আমিনের মেয়ে এবং বরইতলী আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্রী ছিল। 

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে খেলতে যাচ্ছিল আদিবা। তখন বাড়ির পাশে ঝোপ থেকে ভিমরুলের ঝাঁক এসে আদিবাকে কামড়াতে শুরু করে। এ সময় চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে চমেকে পাঠানো হয়। চমেকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে আদিবা মারা যায়।  

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, ‘গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে খেলতে যাওয়ার পথে অন্তত ৩০ থেকে ৪০টি ভিমরুল শিশু আদিবাকে কামড়াতে থাকে। চমেকে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়।’

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড