হোম > সারা দেশ > কক্সবাজার

মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় সার্ভেয়ার নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার সোনার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সুজা মিয়া (৪০) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার সাহাব উদ্দিনের ছেলে। তিনি মেরিন ড্রাইভ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রামু উপজেলার হিমছড়ি এলাকার সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পের অধীনে একজন ভূমি পরিমাপক (সার্ভেয়ার) হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে এসআই নুর মোহাম্মদ বলেন, সোমবার বেলা ১২টার দিকে মেরিন ড্রাইভের সার্ভেয়ার সুজা মিয়া ভূমি মাপজোকের কাজ করছিলেন। এ সময় টেকনাফমুখী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজা মিয়াকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি