কক্সবাজার-বান্দরবান সীমান্তবর্তী এলাকা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কবির আহমদ (৭০) নামের এক বৃদ্ধ কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে।
তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া নোয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো কবির আহমদ সংরক্ষিত বনাঞ্চলে কাঠ সংগ্রহ করতে যান। এ সময় তিনি বন্য হাতির কবলে পড়েন। দীর্ঘদিন ধরে বনে গিয়ে কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। পরে এলাকার লোকজন গিয়ে হাতির তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।’