মাতামুহুরী নদীর সুর্মাখালে শখের বশে চাক জাল বসিয়ে তিন কেজি ২০০ গ্রাম ওজনের নাইলোটিকা মাছ পেয়েছেন শৌখিন মৎস্য শিকারি ফজলুল কায়েস সিকদার। মাছটি ধরার পর আশপাশের ভিড় করেন উৎসুক জনতা। গত মঙ্গলবার রাত ১১টার দিকে কক্সবাজারে চকরিয়া উপজেলার কোনাখালীর পূর্ব সিকদারপাড়ায় তাঁর জালে মাছটি ধরা পড়েছে।
ফজলুল কায়েস সিকদার উপজেলার কোনাখালী ইউনিয়নের পূর্ব কোনাখালী সিকদারপাড়ার বাসিন্দা। তিনি বলেন, ‘কোত্থেকে এত বড় নাইলোটিকা মাছটি মাতামুহুরী নদীতে এল বুঝতে পারছি না।’ শখের বশে সুর্মাখালে মঙ্গলবার রাতে চাক জাল ফেলেছিলেন তিনি। কিছুক্ষণ পর জালে জোরে টান লাগলে তুলতেই দেখতে পান বড় নাইলোটিকা মাছটি। মাছটির ওজন তিন কেজি ২০০ গ্রাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ‘এই মাছ নাইলোটিকা জাতের। মাছটি বৈজ্ঞানিক নাম Oreochromis Niloticus। এটি আমাদের দেশীয় মাছ নয়। আফ্রিকা এর আদি নিবাস।’