হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও ১ শিশুর মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশু মারা গেছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু হাফিজুল মোস্তফা (৭) কুতুপালং ক্যাম্প ১ /ইস্ট, ব্লক ডি/ ৪ এর আলী আহমেদের ছেলে। এ নিয়ে, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

শিশুটি তাদের প্রতিবেশী নূর আলমের বাড়িতে বেড়াতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে যায়। সেই বিস্ফোরণের ফলে আরেক শিশু আনোয়ার কামাল (১২) ও তার বাবা নূর আলম (৫৯) মঙ্গলবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

গত ১২ মে সকালে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ /ইস্ট এর ব্লক-ডি ৪ এ রোহিঙ্গা নুর আলমের ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন দগ্ধ হন। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। তিনি জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ রোহিঙ্গাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে বাবা-ছেলে ও হাফিজুলের মৃত্যু হয়। 

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের