হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পুলিশের পৃথক অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৬, দেশীয় অস্ত্র জব্দ

টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ থানা ও আর্মড পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা সন্ত্রাসীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ সময় রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও ২৭ নম্বর জাদিমুড়া শিবিরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল দুর্বৃত্ত জাদিমুড়া রোহিঙ্গা শিবিরের সি ব্লকে ১০-১৫ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু রোহিঙ্গা পালিয়ে যায়।

এ সময় একই শিবিরের মোস্তফা কামাল (২৪), মোহাম্মদ তাহের (২৬), মো. কামাল হোসেন (২৩) নামের তিন রোহিঙ্গা সন্ত্রাসী যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন আকৃতির তিনটি রামদা জব্দ করা হয়। অপর ১২-১৩ জন অজ্ঞাতনামা ডাকাত পাহাড়ের দিকে পালিয়ে যায় ৷ গ্রেপ্তার হওয়া ১ ও ২ নম্বর রোহিঙ্গা টেকনাফ থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি এবং ২ ও ৩ নম্বর রোহিঙ্গা পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত সন্ত্রাসী। 

অপরদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকা কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। এমন সংবাদ পেয়ে উপপরিদর্শক রাফীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ৪টি রামদাসহ স্থানীয় মো. আব্দুল্লাহ (৩৪), মো. ইউনুছ (৫৭) ও রামু এলাকার মো. ইমরানসহ (২৩) মোট তিনজনকে আটক করে। 

ওসি হাফিজুর রহমান জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড