হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি হাসান বারী। 

পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। 

হাসান বারী আরও জানান, সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে গতকাল সোমবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরের ৪ নম্বর মধুরছড়া ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূরুল আমিন (২৬) নামে একজন নিহত হয়েছেন। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, রোহিঙ্গাদের নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে।

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত