হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আবার চালু হচ্ছে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আগামীকাল বুধবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে পর্যটক যাতায়াতের জন্য প্রায় ছয় মাস পর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমদের নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।

কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, গত বছর পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদীর নাব্যতা সংকটের কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল। এ বছর মৌসুমের শুরুতেই জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় পর্যটন শিল্পে চাঙা ভাব ফিরে আসবে।

অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যালের আয়োজন রয়েছে। এ সময়ে পড়েছে তিন দিনের সরকারি ছুটি। তিন দিনের ছুটিতে লাখো পর্যটক কক্সবাজার বেড়াতে আসবেন। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, পর্যবেক্ষক দলটি দুই পাড়ের জেটিঘাট, নাফ নদীর নাব্যতাসহ নানা দিক খতিয়ে দেখেছে। এর আগে চলতি বছরের ২০ মার্চের পর এই পথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

পর্যবেক্ষণ দলে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব রায়হান উদ্দিন আহমেদ, পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা, ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১