হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত-৬

প্রতিনিধি, পেকুয়া (কক্সবাজার)

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশের একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী এলাকার শাহাবুদ্দিনের ছেলে তারেক জিয়া (১৩), টেকপাড়া এলাকার মো. জুনাইদের ছেলে তৌহিদুল ইসলাম (১৪), পশ্চিম গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে শামীম (১৬), পূর্ব গোঁয়াখালী এলাকার আবুল হাসেমে ছেলে নুরুল আলম (১৪), উত্তর গোঁয়াখালী এলাকার জামালের ছেলে মো. তামিম (১৪) ও রাজাখালী ইউনিয়নের বামলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫)। 

প্রত্যক্ষদর্শী ফারুক আজাদ জানান, পেকুয়া বাজারে ওয়াপদা অফিসের পাশে একটি গ্যারেজে সিনএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার পরিষ্কার করার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ওই গ্যারেজের মালিক রুহুল আমিন ও গ্যারেজে কর্মচারীসহ ছয়জন গুরুতর আহত হয়। 

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ মুজিবুর রহমান বলেন, দগ্ধ ছয়জনকে সকালে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতের খোঁজখবর রাখা হচ্ছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল