হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে আরও এক পর্যটক নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে হিমেল আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় সৈকতে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ ইমরান নামে একজনকে উদ্ধার করে লাইফগার্ডের কর্মীরা। বর্তমানে তিনি সুস্থ আছেন। আজ মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট এ ঘটনা ঘটে। 

নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ গাজীপুর জেলার কালিয়াঘুর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। তাঁরা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতে গোসল করতে নেমেছিল। 
 
কক্সবাজার সমুদ্রসৈকতের লাইফগার্ডের কর্মী সুপারভাইজার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান (২৪), হিমেল আহমেদ (২৪) ও মোহাম্মদ আরমান (২৩) নামে তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় ওঠেন। 

আজ মঙ্গলবার বিকেলে তারা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকে। এ সময় বিষয়টি দেখতে পেয়ে লাইফগার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন ভেসে যায়।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।’ 

এর আগে একই পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার শাহজাহান নামে এক পর্যটকের।

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি