হোম > সারা দেশ > কক্সবাজার

৩০ বছর পর কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলন

কক্সবাজার প্রতিনিধি

৩০ বছর পর কক্সবাজার পৌর যুবলীগের সম্মেলনে কমিটি ছাড়াই কাউন্সিল অধিবেশন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতারা জানিয়ে দেন, কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। 

পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ। 

বিকেলে সম্মেলন শেষে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী হন। অধিবেশনে প্রার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। পরে কেন্দ্রীয় নেতারা জানান, পৌর যুবলীগের কমিটি কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিল অধিবেশনে প্রার্থীদের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়নি।’

উল্লেখ্য, কক্সবাজার পৌর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৩ সালে। দীর্ঘ ৩০ বছর পর সম্মেলন হলেও কমিটি না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে