কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে তিন লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। আজ রোববার থাইংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলো গজুঘোনা এলাকার বাসিন্দা মো. সোনা আলীর পুত্র আব্দুল মালেক এবং একই এলাকার মো. আলমের পুত্র মো. ওসমান গণি।
রোববার রাতে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের একটি দল গোপন সংবাদ পেয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুটি বস্তাসহ দুজনকে গ্রেপ্তার করলেও তাঁদের সহযোগী চারজন পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশনস) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক থাকা আসামিদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।