কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা এবং ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বিদ্রোহী প্রার্থীরা। আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ নির্বাচনে দলের বিদ্রোহীদের অবিলম্বে সরে দাঁড়াতে নির্দেশ দিয়েছে দলটির জেলা কমিটি।
রোববারের মধ্যে বিদ্রোহীদের দলের কেন্দ্রীয় নির্দেশনা মতে নির্বাচন থেকে সরে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
যারা দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে জানানো হয়েছে। অনুরূপভাবে নির্বাচনে দলের নিষ্ক্রিয় নেতা-কর্মীদেরও সতর্ক করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. এ মনজুরের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।