হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহর থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের পশ্চিম বাহারছড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিশাত তাসনীম নিহার (১৯) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান এলাকার ছৈয়দ আহম্মদের মেয়ে। তিনি আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপির কক্সবাজার কার্যালয়ের আইএসএস গার্ড কোম্পানির নিরাপত্তা কর্মী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, তাসনীম নিহার পশ্চিম বাহারছড়া এলাকার আব্দুল গফুরের ভাড়া বাসায় একা থাকতেন। গতকাল রাতে স্থানীয়রা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়। এ সময় তাঁর ঘরের দরজা খোলা ছিল। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। তবে দরজা খোলা থাকায় বিষয়টি হত্যা না  আত্মহত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। 

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নিহত তরুণীর সঙ্গে স্থানীয় এক তরুণের প্রেম চলছিল। সম্প্রতি তাঁদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।’ 

ওসি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১