হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় চিতা বিড়াল, গন্ধগোকুল ও বক উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বাড়ি থেকে দুর্লভ একটি চিতা বিড়াল, গন্ধগোকুল ও সাদা বক উদ্ধার করেছে র‍্যাব-১৫। গতকাল শুক্রবার বিকেলে এসব প্রাণী উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। 

এর আগে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের একটি বাড়ি থেকে একটি চিতা বিড়াল, একটি গন্ধগোকুল ও এক জোড়া সাদা বক উদ্ধার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বাড়তে থাকা জনসংখ্যার চাপ, বন উজাড়, নদীর নাব্য হ্রাস, বন্যপ্রাণী শিকার, ভারসাম্যহীন পরিবেশ, অবহেলা ও অযত্নের কারণে নানা প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে একটা সময় জীববৈচিত্র্য শূন্য হয়ে পড়বে দেশ। দেখা দিতে পারে বিশাল প্রাকৃতিক শূন্যতা।’ 

মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, চকরিয়া উপজেলার কোরালখালী এলাকার একটি বাড়িতে কবুতরের খাঁচায় দুর্লভ চারটি বন্যপ্রাণী আটক অবস্থায় রয়েছে। এমন সংবাদ পেয়ে, শুক্রবার বেলা ১১টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়। বন্যপ্রাণীগুলো প্রকৃতিতে অবমুক্ত করতে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম জানান, একটি চিতা বিড়াল, একটি গন্ধগোকুল ও এক জোড়া সাদা বক সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড