হোম > সারা দেশ > কক্সবাজার

সেবাবঞ্চিতদের নিয়ে কক্সবাজারে দুদকের গণশুনানি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সরকারি দপ্তরের সেবাবঞ্চিত নাগরিকদের নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানি করেছে। আজ বুধবার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সকাল ১০টায় শুরু হওয়া গণশুনানি বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হয়। 

এতে সরকারি দপ্তরের ভূমি, ইউনিয়ন পরিষদ, থানা, বিদ্যুৎ, চিকিৎসা, কৃষিসহ অন্তত ২২টি দপ্তরের বিরুদ্ধে গণশুনানি করা হয়। 

 ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে কক্সবাজারে দুদকের উদ্যোগে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। 

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এতে সভাপতিত্ব করেন। এতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহমুদ হাসান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

গণশুনানিতে সরকারি অফিসে সেবা পেতে হয়রানির শিকার এবং সেবা বঞ্চিত বিভিন্ন এলাকার লোকজন অভিযোগ নিয়ে অংশগ্রহণ করেন। জেলা কার্যালয়ের সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগ তোলা হয়। 

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, মানবিকতা ও মূল্যবোধ সৃষ্টি করায় গণশুনানির উদ্দেশ্য। এর কারণে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা সহজীকরণ ও হয়রানি বা দুর্নীতি বন্ধে ভূমিকা রাখবে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক