হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে টেকনাফের আলুগোলা এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের নাজিরপাড়ার আলুগোলা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে আসছে।

এ সময় একটি নৌকা নাফ নদীর কিনারায় এসে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয়জন তীরবর্তী কেওড়া বাগানে পালিয়ে যায়। পরে টহল দল নৌকা থেকে চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলো থেকে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহিউদ্দীন আহমেদ জানান, জব্দ নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড