হোম > সারা দেশ > কক্সবাজার

স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

স্ত্রীর সঙ্গে অভিমান করে কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। তাঁর নাম ছৈয়দ আলম। আজ রোববার সকালে খুটাখালী ইউনিয়নের হাজীপাড়া গ্রামে বিষপানের ঘটনাটি ঘটে। পরে দুপুরের দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। ছৈয়দ আলম ওই গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।

ছৈয়দ আলমের মা মেহেরাজ বেগম জানিয়েছেন, এক সপ্তাহ আগে আমার ছেলের সঙ্গে তাঁর স্ত্রী নাছিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। পরে নাছিমা কাউকে না জানিয়ে বাবার বাড়িতে চলে যায়। গতকাল শনিবার সকালে নাতনি স্কুলে যাওয়ার কথা বলে মায়ের কাছে চলে যায়। বিষয়টি জানতে পেরে আমার ছেলে মেয়ের খোঁজ নিতে স্কুলে যায়। ধারণা করছি, মেয়েকে স্কুলে না পেয়ে অভিমান করে সে বাজার থেকে বিষ নিয়ে আসে। 

মেহেরাজ বেগম বলেন, 'ছৈয়দ আলম বাজার থেকে আসার পর আমাকে তাঁর বাড়িতে ডেকে আনে। এরপর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলে। আমরা নাছিমার সঙ্গে কথা বলি। নাছিমা আমাদের জানিয়ে দেয়, সে সংসার করতে চায় না। এই কথা শুনে ছৈয়দ আলম রান্না ঘরে চলে যায়। রান্নাঘর গিয়েই বিষ খেয়ে ফেলে। একটু পর বিষের গন্ধ পেলে আমরা গিয়ে দেখি সে মাটিতে পড়ে আছে। এরপর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে সে মারা যায়।'

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, ‘খুটাখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের তথ্যের ভিত্তিতে মৃতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’  

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক