হোম > সারা দেশ > কক্সবাজার

মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিল-ঘুষিতে যুবক নিহত 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার সময় কিল-ঘুষিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কালাচান্দের মায়েরঘোনা প্রকাশ মইক্ক্যাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইউনুছ (৪০)। তিনি ওই এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে।  

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার সন্ধ্যায় হারবাং ইউনিয়নের কালাচান্দের মায়েরঘোনা প্রকাশ মইক্ক্যাঘোনা গ্রামে মোহাম্মদ ইউসুপের দোকানের সামনে নুরুনবী, জহির, ইউনুছসহ আরও কয়েকজন মোবাইল ফোনে লুডু খেলছিলেন। খেলায় জয়ের বিষয় নিয়ে ইউনুছের সঙ্গে অন্যদের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে কিল-ঘুষিতে ইউনুছ মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ‘লুডু খেলা নিয়ে দুই পক্ষের তর্কাতর্কির সময় কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেলে তা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।’ 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শনে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক