হোম > সারা দেশ > কক্সবাজার

লোহাগাড়ায় ফের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহার দীঘিপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চালক মো. আইয়ুব, যাত্রী লিটন সরকার ও মোশারফ হোসেনের রয়েছেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যানজট ছিল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী আরএস ট্রাভেলের পিকনিকের বাসের সঙ্গে বিপরীতমুখী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আর এস ট্রাভেলের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে যানজট নিরসন করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এর আগে গত সোমবার (২১ মার্চ) লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন মারা যান।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা