হোম > সারা দেশ > কক্সবাজার

লোহাগাড়ায় ফের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহার দীঘিপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চালক মো. আইয়ুব, যাত্রী লিটন সরকার ও মোশারফ হোসেনের রয়েছেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘণ্টাখানেক যানজট ছিল। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী আরএস ট্রাভেলের পিকনিকের বাসের সঙ্গে বিপরীতমুখী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আর এস ট্রাভেলের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে যানজট নিরসন করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এর আগে গত সোমবার (২১ মার্চ) লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন মারা যান।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে