হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনায় মো. ইব্রাহিম (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর। 

নিহত ইব্রাহিম উপজেলার নয়াপাড়া শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি এক সময় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ‘জকির বাহিনী’র সক্রিয় সদস্য ছিল। 

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি বলেন, গতকাল সন্ধ্যার পর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

হাসান বারী নুর আরও বলেন, ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২